প্রচ্ছদ ›› বাণিজ্য

চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা: এডিবি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৩:২৭ | আপডেট: ২ years আগে
চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা: এডিবি

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলু-২০২২ আপডেট’ নামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের মুদ্রাস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ থেকে ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

এ ছাড়া, আমদানি কমে এবং রেমিট্যান্স বৃদ্ধির সঙ্গে চলতি হিসাবের ঘাটতি ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ১ শতাংশ থেকে কমে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ‘দেশীয় পোশাক শিল্পের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত কোনও বৈদেশিক মুদ্রার সংকট নেই।’

বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির ৭.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫.৫ শতাংশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ ছাড়া, ২০২১-২২ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং জ্বালানি সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশে ৬ দশমিক ৯৪ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।