প্রচ্ছদ ›› বাণিজ্য

চলতি বছরে রেমিট্যান্স বাড়বে ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২২ ১৬:৩১:৫৫ | আপডেট: ৩ years আগে
চলতি বছরে রেমিট্যান্স বাড়বে ২ শতাংশ
সংগৃহীত

২০২২ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২ শতাংশ বাড়বে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৬’ প্রতিবেদনে এই আভাস দিয়েছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে রমজান শুরু হওয়ার পর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর আগে টানা ৮ মাস এই সূচকে প্রবৃদ্ধি কমেছে। চলতি বছরেও রেমিট্যান্স ২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ঈদুল-ফিতরে উদযাপনের জন্য প্রবাসীরা পরিবারের কাছে বেশি অর্থ পাঠানোর কারণে ১০ মাস পর এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুন মাসের পর চলতি বছরের এপ্রিলে সর্বোচ্চ ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২১ সালের মে মাসে ২.১৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ।

এদিকে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল ১০ মাসে রেমিট্যান্স দাঁড়িয়েছে ১৭.৩ বিলিয়ন ডলারে। একই অর্থবছরে ২৪.৭৭ বিলিয়ন ডলার পাঠিয়েছে প্রবাসীরা।