প্রচ্ছদ ›› বাণিজ্য

চলতি বছরেই ডিভিডেন্ড দিতে পারে এমারেল্ড অয়েল: এমডি

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২২ ১২:২৫:২৭ | আপডেট: ৩ years আগে
চলতি বছরেই ডিভিডেন্ড দিতে পারে এমারেল্ড অয়েল: এমডি
‘স্পন্দন’ ব্র্যান্ডের রাইস ব্রান অয়েলের বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসাইন।

পাঁচ বছর পর উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

চলতি বছর জানুয়ারি মাসে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে। উৎপাদনের ছয় মাসের মধ্যেই আমরা ব্রেক ইভেনে আছি। আগামী প্রান্তিক থেকে ভাল ইপিএস আসবে বলে আশা করা যায়। এ ধারা অব্যাহত থাকলে আমরা এ বছরেই বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিতে পারবো বলে মন্তব্য করেছেন এমারেল্ড অয়েলের এমডি।

মঙ্গলবার নতুনভাবে এমারেল্ড অয়েলের উৎপাদিত ‘স্পন্দন’ ব্র্যান্ডের রাইস ব্রান অয়েলের বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসাইন এ কথা বলেন।

অনুষ্ঠানে এমারেল্ড অয়েলের এমডি আফজাল হোসাইন বলেন বলেন, ঋণ কেলেঙ্কারির ঘটনায় কোম্পানির আগের মালিকরা পালিয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে পড়েছিলো। নষ্ট হয়ে গিয়েছিলো বেশিরভাগ যন্ত্রপাতি। বিপুল ব্যাংক ঋণ, গ্যাসের অপ্রতুলতাসহ অসংখ সমস্যা সামলে কোম্পানিটি উৎপাদনে ফিরেছে।

তিনি বলেন, কোম্পানির কয়েক বছরের এজিএম বকেয়া রয়েছে। কিছু দিনের মধ্যে তারা এসব এজিএম আয়োজনের উদ্যোগ নেবেন।

এসময় এমারেল্ড অয়েলের এমডি আফজাল হোসেন কোম্পানিটিকে পুনরায় উৎপাদনে ফেরানোর সুযোগ করে দেওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানান।

তিনি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণ পুনতফসিল করা এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

মিনোরি বাংলাদেশের চেয়ারম্যান মিয়া মো. মামুন বলেন, রাইস ব্রান ভিত্তিক শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। তারা রাইস ব্রান থেকে তেলের পাশাপাশি ক্রোকারিজসহ নানা পণ্য উৎপাদনের উদ্যোগ নেবেন।

বিএসইসি কমিশনার ড. রোমানা ইসলাম বলেন, বিএসইসি বিনিয়োগকারী, পু্ঁজিবাজার ও অর্থনীতির স্বার্থে বন্ধ কোম্পানিগুলো চালুর উদ্যোগ নিয়েছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. রুমানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মিনোরি বাংলাদেশ এর চেয়ারম্যান মিয়া মোঃ মামুন, ল্যাব এইড হাসপাতালের কার্ডিয়াক সার্জন লোকমান হোসেন, একই হাসপাতালের চিফ ডায়েটিসিয়ান নুসরাত দীপা প্রমুখ বক্তব্য রাখেন।