২০২১-২০২২ অর্থবছরে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি গত অর্থবছরের তুলনায় প্রায় ৭ দশমিক ৯৮ শতাংশ বেশি।
বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
গত অর্থবছরে এ ঋণের লক্ষ্যমাত্রা ছিলো ২৬ হাজার ২৯২ কোটি টাকা। এ বছর তা বাড়িয়ে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা করা হয়েছে।
কৃষি ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে।
এ নীতিমালা অনুসারে: করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলা ও সরকারের কৃষকবান্ধব নীতির সঙ্গে মিল রেখে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্যে গ্রামাঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করেছে।
এ বছর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১১ হাজার ৪৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ হাজার ৩৪৬ কোটি নির্ধারণ করা হয়েছে।