প্রচ্ছদ ›› বাণিজ্য

চলতি সপ্তাহে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

রোকন উদ্দীন
১৪ জানুয়ারি ২০২৪ ১৫:২৯:০৬ | আপডেট: ৪ মাস আগে
চলতি সপ্তাহে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

সাধারণত মাসের শুরু থেকেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হলেও মাসের অর্ধেক পারিয়ে গেলেও চলতি মাসে এখনও বিক্রি শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি।

তবে আগামী ১৬ তারিখ চলতি মাসের পণ্য বিক্রি শুরু হতে পারে বলে টিসিবি সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে আজ রোববার থেকে জেলা পর্যায়ে পণ্য পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

তারা বলছেন, নির্বাচনের কারনে ডিস্ট্রিক লেভেলে পণ্য পাঠানো কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চাল বিতরণের বিষয়ে সভা করা হয়নি এ মাসে। সবকিছু মিলিয়ে কিছুটা বিলম্ব হয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিজনেস পোস্টকে বলেন, ‘আমাদের পণ্যের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত পণ্য রয়েছে, নির্বাচনের কারণে সবাই কিছুটা ব্যস্ত থাকায় জেলা পর্যায়ে পণ্য পাঠানো যায়নি। তাই দেরি হয়েছে। আশা করছি চলতি সপ্তাহে পণ্য বিক্রি শুরু হবে, আমরা চেষ্টা করছি ১৬ তারিখ-ই শুরু করতে।আপাতত গত মাসে যেসব পণ্য বিক্রি করা হয়েছে সেগুলোই থাকছে।’

টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ুন কবির বলেন, রোববার থেকে জেলা পর্যায়ে পণ্য পাঠানো শুরু হয়েছে। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চালের ডিস্ট্রিবিউশন বিষয়ে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর চূড়ান্তভাবে বলা যাবে কবে পণ্য বিক্রি শুরু হবে। তবে আমাদের ট্রাকসেল চলমান রয়েছে।

টিসিবি সূত্রে জানা যায়, সরকার প্রতি মাসেই ১ কোটি ফ্যালিমি কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলুসহ ৫-৬টি পণ্য তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে সারা দেশে বিক্রি করা হয়। তবে ভোজ্য তেল, ডাল ও চাল এই তিনটি পণ্য নিয়মিত বিক্রি করে টিসিবি। বাকিগুলা প্রাপ্যতা সাপেক্ষে অথবা বাজারে অস্বাভাবিক দাম বাড়লে বিক্রি করা হয়।

গত ডিসেম্বর মাসের বিক্রি শুরু হয়েছিল ৬ তারিখ থেকে। এসময় তেল, ডাল ও চালের পাশাপাশি রাজধানীতে পেঁয়াজ ও আলু বিক্রি করা হয়েছে।

ডিসেম্বর মাসে টিসিবির কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রাপ্যতা সাপেক্ষে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ৫০ টাকা ও চিনি ৭০ টাকা দামে বিক্রি করবে টিসিবি।