প্রচ্ছদ ›› বাণিজ্য

চাল-ডাল-ডিমের দাম বেঁধে দেয়ার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই: টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:১১:৪৮ | আপডেট: ২ years আগে
চাল-ডাল-ডিমের দাম বেঁধে দেয়ার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই: টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | পুরনো ছবি

ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। কৃষি মন্ত্রণালয় চাল, আটা, ডাল, ডিমের দাম বেঁধে দেয়ার এখতিয়ার রাখে। তাই কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব পণ্যের দাম নির্ধারণ করা হবে বলে জনিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। ২০১৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের। এখন কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ হবে।

তিনি বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বাজার অস্বাভাবিক হলে আমদানির দিকে যেতে হতে পারে। তবে ভোক্তাদের কথা বিবেচনার পাশাপাশি উৎপাদকদের কথাও ভাবতে হবে।