প্রচ্ছদ ›› বাণিজ্য

চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা

২৯ জানুয়ারি ২০২২ ১৪:০৪:৪৭ | আপডেট: ৩ years আগে
চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা

মোহাম্মদ নাহিয়ান

রাজধানীর কয়েকটি বাজারে কমতে শুরু করেছে নাজিরশাইল, আটাশসহ নতুন জাতের চালের দাম।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর ও মহাখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম কেজি প্রতি গড়ে ১ থেকে ২ টাকা কমেছে।

মিরপুর-১ এর জননী রাইস এজেন্সির ব্যবস্থাপক মো. সাগর দ্য বিজনেস পোস্টে'কে বলেন, পর্যাপ্ত সরবরাহ এবং নতুন জাত পাওয়ায় গত সপ্তাহে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে।

তিনি আরও বলেন, পাইকারি বাজারে মোটা চালের দাম কেজি প্রতি ৪০ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকায়।

তিনি আরও জানান, মিনিকেট চাল পাইকারি বাজারে প্রতি কেজি ৫৮ টাকা এবং খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

২০২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মিনিকেট খুচরা বাজারে প্রতি কেজি ৬৩ থেকে ৬৫ টাকা এবং পাইকারি বাজারে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হয়েছিল।

নাজিরশাইল এখন পাইকারি বাজারে প্রতি কেজি ৫৬ থেকে ৫৭ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৫৯ টাকায়।

চাল ব্যবসায়ীরা আরও জানান, পাইকারি বাজারে আটাশ প্রতি কেজি ৪৩ থেকে ৪৪ টাকা এবং খুচরা বাজারে ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে খুচরা বাজারে এই চাল বিক্রি হয়েছিল প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায়।

এর আগে গত বছরের আগস্টে বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে চলতি মৌসুমে ২ দশমিক ৮ কোটি টন বোরো ধান উৎপাদিত হয়েছে, যা আগের মৌসুমে ছিল ১ দশমিক ৯৬ কোটি টন।

এদিকে রাজধানীর বেশ কয়েকটি বাজারে কমেছে মুরগির মাংসের দাম।

শুক্রবার ব্যবসায়ীরা ফার্মের মুরগি কেজিতে ১৫০ থেকে ১৫৫ টাকা বিক্রি করেছেন। গত সপ্তাহেও এটি ১৭০ থেকে ১৭৫ টাকা বিক্রি করা হয়েছিল। সোনালিকা মুরগি বিক্রি করেছেন প্রতি কেজি ২৫০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২৬০ টাকা।

তবে সয়াবিন তেলের দাম আরও বাড়ায় এটি রাজধানীর বাজারে প্রভাব ফেলেছে। পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা সপ্তাহ দুয়েক আগে ছিল ৭৬০ টাকা। এছাড়া খুচরা বিক্রেতারা এক লিটারের বোতল বিক্রি করেছেন ১৬৮ টাকায়, যা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল ১৬০ টাকা।

১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন, মন্ত্রণালয় তেলের দাম বৃদ্ধির কোনও কারণ ছিল কিনা তা মূল্যায়ন করবে এবং ১৫ দিন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

স্থানীয় ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার ৮ টাকা থেকে ১৬৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল।

গত বছরের ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

রাজধানীর বাজারে গতকাল স্থিতিশীল ছিল পেঁয়াজ, আলু ও ডিমের দাম।

স্থানীয় জাতের পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা এবং ভারতীয় জাতের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫ টাকা ও মুরগির ডিম ১১০ টাকায়।