প্রচ্ছদ ›› বাণিজ্য

'চিংড়ি উৎপাদন-রপ্তানি সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর'

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪০:৫৭ | আপডেট: ৩ years আগে
'চিংড়ি উৎপাদন-রপ্তানি সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর'

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ সরকার চিংড়ি উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত সকল সমস্যা দূর করতে বদ্ধপরিকর।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে বাংলাদেশের চিংড়ি হ্যাচারি অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চিংড়ির হ্যাচারির সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, কারণ বাংলাদেশ সরকার মৎস্য খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ জন্য সরকার কক্সবাজারকে বেছে নিয়েছে। শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণ, টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য আহরণসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মাছ, মাংস, দুধ ও ডিম থেকে প্রধান খাদ্য সরবরাহ আসে উল্লেখ করে মন্ত্রী বলেন, মৎস্য খাতের সঙ্গে জড়িতরা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একই সঙ্গে তিনি চিংড়ি রপ্তানিতে কোনো ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মহামারির কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।’