আসন্ন পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে চিনি আমদানির উপর শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে এনবিআর।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানীকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে তিন হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
পবিত্র রমজান মাসে চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার চিনি আমদানির ওপর নিয়ন্ত্রকমূলক শুল্ক ৫ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনির দাম কমিয়ে আনার জন্য প্রস্তাব দেওয়ার পর এনবিআর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।