প্রচ্ছদ ›› বাণিজ্য

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৩ ২১:১২:০৮ | আপডেট: ২ years আগে
ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুক্রবার ছুটির দিনে দর্শনার্থী ও ক্রেতাদের অনেকটা সমাগম দেখা যায়। অপরদিকে গাজীপুর বাইপাস এশিয়ান হাইওয়ে যানজটের কারণে এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও মেলায় আসা দর্শনার্থীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি।

সরেজমিনে মেলায় দেখা যায়, মেলায় সকালের সময়ে দর্শনার্থী ও ক্রেতা সমাগম কম থাকলেও বিকেল থেকে দর্শনার্থী ও ক্রেতাদের অনেকটা সমাগম বাড়ছে। অনেকে কেনাকাটা করছেন অনেকে ঘুরে দেখছেন মেলার প্যাভিলিয়নে বসা বিভিন্ন রকমের পণ্যের স্টল। তবে আজকে ছুটির দিনে অনেকে ঘুরে ঘুরে পন্য কিনতে দেখা যায়।

রূপসী গ্রামের ফাইজুল করিম বলেন, ‘মেলায় পন্য দাম আকাশছোয়া। তাই আমরা কিছু না কিনে শুধু মেলায় ঘেুড়ে গেলাম।’

আরাফাত মার্টের মালিক আরাফাত রহমান বলেন, ‘গতবার একটি স্টল নিয়েছিলাম। এবার দালালের মাধ্যমে ৮ লাখ টাকা দিয়ে স্টল নিয়েছি। গতবার অনেক লোকসান গুনতে হয়েছে। এবার কি হয় জানি না। ঢাকার মতো এখানে মেলা জমছে না। জমবে কিনা জানি না। তবে আজ বেচাকিনি কিছুটা ভাল। তবে সামনের দিনগুলোতে বিক্রি না বাড়লে আমাদের ব্যাবসায় লোকসান গুনতে হবে।’

রূপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে এসেছেন সাইদ মিয়া। তিনি বলেন, ‘আগে ঢাকায় বসত বাণিজ্য মেলা। দুবছর ধরে আমাদের এলাকার পূর্বাচলে স্থায়ী প্যাভিলিয়নে বসানো হচ্ছে। এবার মনে করেছিলাম সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে জানযটের ভোগান্তিতে পড়তে হবে না। কিন্ত তা আর হল না। একই অবস্থা। এভাবে হতে থাকলে বাহিরের লোকজন আসার ইচ্ছে কমে যাবে। এর সমাধান করা উচিৎ কতৃপক্ষের।

বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহম্মেদ চৈাধুরী আমাদের সময়কে বলেন, ‘মেলায় বিক্রি বাড়ছে। আমরা দর্শনার্থী ও ক্রেতাদের সুবিধার্থে বাসসহ প্রশাসনিক সকল প্রকার সার্ভিস চালু করেছি। জানযট নিরসনে প্রশাসনিকভাবে সকল প্রকার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি শীঘ্রই এটার সমাধান পাওয়া যাবে।’

উল্লেখ্য, এবারের আসরে সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুড স্টল ও রেস্তোরাসহ ১৩টি ক্যাটাগরিতে স্টল থাকবে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এবারের আসরে ১২টি দেশসহ ২৫০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।