ব্যাংকের দায় পরিশোধের জন্য জমি বিক্রি করেছে পুঁজিবাজারে তলিকাভুক্ত বিবিধ খাতের জিকিউ বলপেন ইন্ড্রাস্টিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চট্রগ্রামের আগ্রাবাদে অবস্থিত ৭ দশমিক ৬৭ কাঠা জমি ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা বিক্রি করেছে। এর মাধ্যমে কোম্পানিটির নন অপারেটিং আয় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজার ১৪০ টাকা।
জিকিউ বলপেনে এ টাকা থেকে সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করবে। বাকি টাকা কোম্পানিটি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করবে।