প্রচ্ছদ ›› বাণিজ্য

জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৪.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৮:৫৭ | আপডেট: ৩ years আগে
জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৪.৫ শতাংশ

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ মাসে রেমিট্যান্স বেড়েছে ৪.৫ শতাংশ।

মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশি প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১.৯৪ বিলিয়ন। যা আগের বছরে একই সময়ে ছিল ১৪.৯ বিলিয়ন।