প্রচ্ছদ ›› বাণিজ্য

জার্মানিতে সাপ্লাই চেইন অ্যাক্টের মুখোমুখি হতে হবে রপ্তানিকারকদের

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২২ ১৮:৪৫:৩৭ | আপডেট: ৩ years আগে
জার্মানিতে সাপ্লাই চেইন অ্যাক্টের মুখোমুখি হতে হবে রপ্তানিকারকদের

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, মানবাধিকার, আইনের শাসন, সুষ্ঠু শ্রম এবং কাজের পরিবেশের মান নিশ্চিতের পর জার্মানির বাজারে বাণিজ্য সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ন্যাশনাল বাজেট ২০২২- ইমপ্লিকেশনস অন ট্রেড অ্যান্ড কমার্স’ শীর্ষক এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন।

নতুন জার্মান সাপ্লাই চেইন অ্যাক্টের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশি রপ্তানিকারকদের প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে নতুন এ আইন কার্যকর হবে। যার মাধ্যমে প্রাথমিকভাবে মানবাধিকার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে। এর পাশাপাশি পরিবেশগত বিষয়গুলো বিবেচনা করা হবে।

এর আগে গত বছরের ১১ জুন সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স অ্যাক্ট পাস করেছে জার্মানের পার্লামেন্ট। যা সাপ্লাই চেইন অ্যাক্ট নামেও পরিচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, মহামারীর পর জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি আরও তীব্র হয়েছে। জার্মান বাজারে শ্রমের চাহিদার একটি নির্দিষ্ট অংশ পূরণ করতে পারে প্রশিক্ষিত বাংলাদেশিরা।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশিদের জার্মানিতে পাঠানোর আগে অবশ্যই তাদের জার্মান ভাষা ও সংস্কৃতিতে ভালোভাবে গড়ে তুলতে হবে।

এসময় প্রশিক্ষিত জনবলের জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য জার্মানি ও বাংলাদেশ সরকারের স্টেকহোল্ডারদের প্রস্তাব দেন তিনি।