সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ে জিআরআই স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) এর সাথে একটি সাসটেইনেবিলিটি রিপোর্টিং এনগেজমেন্ট প্রোগ্রামে যুক্ত হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে মঙ্গলবার ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার উক্ত প্রোগ্রাম সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান মোঃ বাহার মাহমুদ, জিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক রুবিনা পালসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।