প্রচ্ছদ ›› বাণিজ্য

সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৩ ১৮:২৩:২৪ | আপডেট: ২ years আগে
সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৩ শতাংশ

সাময়িক হিসাবে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয় কমেছে। এ সময় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। পাশাপাশি দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮০০ ডলারের নিচে।

বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

তিনি জানান, ডলারের দর বৃদ্ধির কারণে মাথাপিছু আয় কমে গেছে। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৩ মার্কিন ডলারের মতো দাঁড়িয়েছে।

বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১ শতাংশ। সেই সঙ্গে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। গত বছরের সাময়িক হিসাবে যা ছিল ২ হাজার ৮২৪ ডলার।