প্রচ্ছদ ›› বাণিজ্য

জেবিসিসিআই এর ১৬তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২১ ২১:৪৯:৪১ | আপডেট: ৩ years আগে
জেবিসিসিআই এর ১৬তম এজিএম অনুষ্ঠিত

রাজধানীর সিক্স সিজন হোটেলে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি জুমের মাধ্যমেও সম্প্রচার করা হয়।

সিক্স সিজন হোটেলে ৩৮ জন এ অনুষ্ঠানে যোগ দেন এবং আরও ৪৫ জন জুমের মাধ্যমে যুক্ত ছিলেন।

এই এজিএমে এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ একেএম মোয়াজ্জেম হুসাইনকে জেবিসিসিআইতে তার অবদান ও সহযোগিতার জন্য পুরস্কৃত করেন বর্তমান পরিচালনা পর্ষদ এবং বিগত সভাপতিরা । তার সাড়ে ১৭ বছর কর্মের মাধ্যমে অন্যান্য দ্বিপাক্ষিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে জেবিসিসিআইকে অন্যতম জায়গায় নিয়ে গেছেন।

পরিচালকদের মধ্যে জেবিসিসিআইয়ের সরকারী সুবিধা এবং নীতি অ্যাডভোকেসি কমিটি সদস্য মিসেস মারিয়া হাওলাদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জেবিসিসিআই। এখন ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলির উপর সেমিনার এবং কর্মশালার আয়োজন করা দরকার। এতে জাপানি বিনিয়োগকারীসহ জেবিসিসিআই এর সদস্যদের এ সংক্রান্ত সমস্যা সমাধানে সহায়তা করবে।

অনুষ্ঠানে ডাঃ একেএম মোয়াজ্জেম হুসাইনকে ক্রেস্ট অফ কৃতজ্ঞতা প্রদান করেন পরিচালনা পর্ষদ।