প্রচ্ছদ ›› বাণিজ্য

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২২ ১৯:৩৫:২৪ | আপডেট: ২ years আগে
জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার।

সোমবার রাতে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ।

এতে বলা হয়েছে, পেট্রাল, অকটেল, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ জানান, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা তেলের দাম হয়তো সমন্বয় করতে পারব। সেটার যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, জ্বালানি তেলের দাম কমবে।

রোববার ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের ওপর আরোপিত সব আগাম কর থেকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ পরিমাণ নির্ধারণ করা হলো। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।