প্রচ্ছদ ›› বাণিজ্য

জ্বালানি সংকটে বেড়েছে উৎপাদন খরচ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১:৪৪ | আপডেট: ২ years আগে
জ্বালানি সংকটে বেড়েছে উৎপাদন খরচ: বিজিএমইএ

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে পোশাক শিল্পে উৎপাদন খরচ বেড়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করে কারখানা চালাতে হচ্ছে। এর ফলে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে।

চলমান অর্থনৈতিক সংকট বিবেচনা করে পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহবান জানান তিনি।

একইসঙ্গে কর এক শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান বিজিএমইএ'র এ নেতা।

সংবাদ সম্মেলনে আগামী ১২ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হতে যাওয়া 'মেড ইন বাংলাদেশ উইক' এর সময়সূচি ঘোষণা করেন ফারুক হাসান।

৪০টি দেশের শীর্ষ পর্যায়ের ফ্যাশন ব্র্যান্ড এতে অংশ নেবে বলেও জানান তিনি।

এছাড়াও ৩৭টি আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন, তৃতীয় ঢাকা অ্যাপারেল সামিট, ঢাকা অ্যাপারেল এক্সিবিশন, ফ্যাশন শো, কালচারাল ফেস্টিভ্যাল এবং বিইউএফটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।