প্রচ্ছদ ›› বাণিজ্য

টঙ্গীতে পোশাক কারখানার জিএম ও পিএমের অপসারণ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২ ১৫:৫৪:১৪ | আপডেট: ২ years আগে
টঙ্গীতে পোশাক কারখানার জিএম ও পিএমের অপসারণ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তারাটেক্স বিডি লিমিটেড কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) ও উৎপাদন ব্যবস্থাপকের (পিএম) অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে শ্রমিকেরা।

সোমবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ ঘণ্টা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা।

কারখানার সুইং শাখার অপারেটর বৃষ্টি আক্তার, রোজিনা বেগম, শেফালী আক্তার অভিযোগ করে বলেন, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) জাহিদ আহসান বিভিন্ন সময় তার কক্ষে নারী শ্রমিকদের ডেকে নিয়ে যৌন হয়রানি করে এবং কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে বিনা কারণে ওইসব নারী শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসন বিভাগে অভিযোগ দিয়ে চাকুরিচ্যুত করে।

কারখানার সুইং শাখার অপারেটর রাসেল মিয়া জানান, কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) মহসীনকে উৎপাদন ব্যবস্থাপক (পিএম) জাহিদ আহসানের বিরুদ্ধে অভিযোগ দিলেও তিনি এসব বিষয়ে গুরুত্ব দেন না। উল্টো অভিযোগকারী শ্রমিকদেরকে তাৎক্ষনিক বরখাস্তসহ বিনা কারণে কারখানা থেকে বের করে দেন।

এর আগে শনিবার ও রোববার দুইদিনব্যাপী কর্মবিরতি পালন করে শ্রমিকেরা।

কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, শনিবার (৩ ডিসেম্বর) কিছু সংখ্যক উশৃঙ্খল শ্রমিক উৎপাদন ফ্লোরের বিভিন্ন শ্রমিকদের উস্কানি দিয়ে এবং অযৌক্তিক দাবী নিয়ে অন্যান্য সেশনের শ্রমিকদের একত্রিত করে কাজ বন্ধ করে দেয়। একইভাবে পরদিন রোববার (৪ ডিসেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হৈ-হুল্লোড় করতে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ পিএ সিস্টেমে ঘোষণা দিয়ে শ্রমিকদেরকে কাজ করার অনুরোধ করলে তারা আরো উশৃংখল হয়ে উঠে। এক পর্যায়ে তারা কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লোকদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শিল্প ও টঙ্গী থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এসব বিষয়ে কথা বলার জন্য কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) মহসীনকে একাধিকবার ফোন দিলেও তিনি উত্তর করেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পরিদর্শক ওসমান গনি জানান, ওই কারখানার মালিকানাধীন দুইটি কারখানা রয়েছে। এর মধ্যে একটি কারখানার বেতন প্রতি মাসের ৭ তারিখ এবং তারাটেক্স বিডি লিমিটেড কারখানার বেতন মাসের ১৫ তারিখ পরিশোধ করে। এ নিয়ে শ্রমিকেরা আবেদন জানালে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে একইসাথে বেতন পরিশোধের আশ্বাস দেয়।