ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমালো বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এলো।
আরও পড়ুন- ডলারের একক রেট প্রত্যাহার
এছাড়া আমদানি ব্যয়ের জন্য বিনিময় হার প্রতি মার্কিন ডলারে ৯১ টাকা ৯৫ পয়সা বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে বৃহস্পতিবার ১৩৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছরের আগস্ট থেকে জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ৬ বিলিয়নের বেশি ডলার বিক্রি করেছে।