প্রচ্ছদ ›› বাণিজ্য

টিসিবির কার্ড স্মার্ট করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৩ ১৬:০৩:৫৫ | আপডেট: ২ years আগে
টিসিবির কার্ড স্মার্ট করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

নিম্ন আয়ের এক কোটি মানুষকে দেয়া ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার রাজধানীর উত্তরায় পবিত্র রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম এবং উত্তরা এলাকায় টিসিবি পণ্যের অস্থায়ী সংরক্ষণাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দিতে এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও বরিশালে টিসিটির কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের পাইলটিং কাজ শেষ হয়েছে। হাতে লেখা সব কার্ড কিউআর কোড সম্বলিত স্মার্ট কার্ডে রূপান্তরের কাজ চলছে। এসব কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করলে অসঙ্গতিগুলো দূর করা সহজ হবে।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে দেশের এক কোটি পরিবারের মধ্যে স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে। প্রতি মাসে একবার দিলেও পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় বার দেওয়া হচ্ছে। আগামী ১৫ তারিখের মধ্যে বিতরণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তাদের দুঃখ কষ্ট অনুভব করেন। সেজন্যই তিনি এক কোটি ফ্যামিলি কার্ডধারী অর্থাৎ প্রতি পরিবারে গড়ে পাঁচজন সদস্য হলেও প্রায় পাঁচ কোটি মানুষ এই সুবিধার আওতায় নিয়ে এসেছেন। আমরা প্রাথমিকভাবে ৫০ লাখ মানুষকে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী তা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আমরা তা বাস্তবায়ন করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।