প্রচ্ছদ ›› বাণিজ্য

টেকসই অর্থনৈতিক উত্তরণ নিশ্চিতে ইইউ’র সহায়তা চান বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৩ ২২:২৪:২০ | আপডেট: ২ years আগে
টেকসই অর্থনৈতিক উত্তরণ নিশ্চিতে ইইউ’র সহায়তা চান বিজিএমইএ সভাপতি

বাংলাদেশকে একটি সহজতর ও টেকসই অর্থনৈতিক উত্তরণ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার ওপর জোর দিয়েছেন বিজিএমিএ সভাপতি ফারুক হাসান।

“EU-Bangladesh Cooperation – Opportunities and the Bengal Tiger Economy” শীর্ষক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান।

ফারুক হাসান বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। এটি উৎসাহব্যঞ্জক যে ইইউ-এর সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। গত ১০ বছরে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বার্ষিক ৫ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি মূলত জিএসপি স্কিমের অধীনে ইইউ থেকে বাংলাদেশ যে বাণিজ্য সুবিধা পায় তার কারণে সম্ভব হয়েছে।”

স্টাডি সার্কেল লন্ডন এবং ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ (ইআইএএস) ব্রাসেলসে ৫ জুলাই বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি এবং আরও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআইএএসের পরিচালক লিন গোথালস (Lin Goethals), উদ্বোধনী বক্তব্য রাখেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার মূল বক্তব্যে বলেন, “ইইউ আমাদের উন্নয়নের ধারাবাহিক অংশীদার এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে অবদান রেখেছে। আমাদের টেক্সটাইল এবং পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্যের কারণ ইবিএ স্কিম।”

“আমাদের ফোকাস করতে হবে কীভাবে বাংলাদেশ ও ইইউ এর মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করা যায় এবং কিভাবে আমরা ইইউ-এ আমাদের বাজারের প্রবেশাধিকার এবং শেয়ার ধরে রাখতে পারি। এই খাতটি কীভাবে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে বিশ্ব মানবিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের অবস্থানে অবদান রেখেছে তা বিবেচনা করে আমরা ৩ বছরের ট্রানজিশন সময়ের উপরে আরও ৩ বছরের এক্সটেনশন করা গুরুত্বপূর্ণ।”

“একই সময়ে আমরা বিশ্বাস করি যে ইইউ জিএসপি স্কিমে স্বয়ংক্রিয় টেক্সটাইল সুরক্ষা ধারার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন যাতে বাংলাদেশ ইইউ বাজারে তার অংশ অব্যাহত রাখতে পারে।”