ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার অধিকাংশ খাতের দরপতনে চলছে লেনদেন। এদিন সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত ১৭৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন শুরু পর আধাঘণ্টা ঊর্ধ্বমুখী হলেও এর পর থেকে পতন হতে থাকে সূচকের। আজ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স আর ওষুধসহ অধিকাংশ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
আরও পড়ুন- ইসলামী ব্যাংকসহ চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮৬.৯০পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২.২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০.১৯ পয়েন্টে।