ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টেক্সটাইল, ওষুধ ও ইঞ্জিনিয়ারিংসহ বেশিরভাগ খাতের কোম্পানির দর বেড়েছে। এতে বেড়েছে ৩টি সূচকই।
লেনদেনের ২ ঘণ্টার মাথায় ১৭০ কোটি টাকার লেনদেন হয়েছে।
এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৪২২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে।