প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইল, ওষুধ ও প্রকৌশল খাত বাড়িয়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২২ ১৬:০৫:২১ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইল, ওষুধ ও প্রকৌশল খাত বাড়িয়েছে সূচক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টেক্সটাইল, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল, আইটি ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ খাতের কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। তবে পেপার অ্যান্ড প্রিন্টিং ও ইন্স্যুরেন্স খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর তুলনামূলক কমেছে।

এদিন শতভাগ দাম বেড়েছে সিরামিকস, টেলিকমিউনিকেশন ও ভ্রমণ খাতের।

টেক্সটাইল খাতে বেড়েছে ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর; অন্যদিকে প্রকৌশল খাতের ৭৮ শতাংশ, ফার্মাসিউটিক্যালসে ৮৩ শতাংশ, ব্যাংকে ৬৯ শতাংশ, খাদ্যে ৭১ শতাংশ, তেল ও বিদ্যুৎ খাতে ৮৬ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে বেড়েছে ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দর।

মিউচ্যুয়াল ফান্ডে দাম বেড়েছে ৮৮ শতাংশ কোম্পানির।  

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। গতদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬১ কোটি টাকার শেয়ার। 

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

রোববার ডিএসইতে হাতবদল হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দর।