প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইলসহ অধিকাংশ খাতের দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২২ ১১:২৬:৩৬ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইলসহ অধিকাংশ খাতের দরবৃদ্ধি

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে টেক্সটাইল খাত, এ খাতের ৮২ শতাংশ কোম্পানিরই শেয়ারের দর বেড়েছে। সেই সাথে ডিএসই,র সব সূচকই সকাল থেকে ঊর্ধ্বমুখী দেখা গেছে।

এদিন বেলা ১০.৩০ টা পর্যন্ত ডিএসইতে ১৩৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৪২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৩ দশামিক ৪২পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩.৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১২ দশমিক ৯৫ পয়েন্টে।

আজ আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার দর।