প্রচ্ছদ ›› বাণিজ্য

ডব্লিউটিসিএ’র অনুমোদন পেলো বোরাক রিয়েল এস্টেট

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২১ ১২:১৮:৫১ | আপডেট: ৩ years আগে
ডব্লিউটিসিএ’র অনুমোদন পেলো বোরাক রিয়েল এস্টেট

ব্র্যান্ড হিসেবে কাজ করতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিসিএ) ট্রেড নাম, ট্রেডমার্ক ও লোগো ব্যবহারে ডব্লিউটিসিএ’র অনুমোদন পেয়েছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড।

গত ১০ ​​নভেম্বর এ লাইসেন্স কার্যকর হয়। বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী ১০ নভেম্বর কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং ডব্লিউটিসিএ এর নির্বাহী পরিচালক রবিন ভ্যান পুয়েনব্রোক তাতে স্বাক্ষর করেন ১৫ নভেম্বর।  

চুক্তি অনুসারে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের অধীনে ডব্লিউটিসিএ- এর সদস্যপদ, নিবন্ধন এবং অন্যান্য নিয়ম-নীতির আওতায় নানা সুবিধা পাবে বোরাক রিয়েল এস্টেট।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০১৫ সালের ২২ জুলাই নিবন্ধন চুক্তিতে স্বাক্ষর করে। সর্বশেষ লাইসেন্সটি সংশোধিত এবং পুনঃকৃত চুক্তি।

বোরাক রিয়েল এস্টেট বাংলাদেশে তার নির্ধারিত অঞ্চলগুলোতে “ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঢাকা” নামে একটি ব্র্যান্ডেড ডব্লিউটিসিএ-এর সুবিধা হিসেবে কাজ করতে ডব্লিউটিসিএ ট্রেড নাম, ট্রেডমার্ক এবং লোগো ব্যবহার করতে চায়।

এ চুক্তির কারণে ব্যবসায়িক ব্র্যান্ডিংয়ের জন্য ডব্লিউটিসিএ-এর মেধা সম্পত্তি ব্যবহার করতে পারে বোরাক রিয়েল এস্টেট।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং বোরাক রিয়েল এস্টেট হলো অঙ্গ প্রতিষ্ঠান। দুটো প্রতিষ্ঠানই ইউনিক গ্রুপের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ। এটি দেশের অন্যতম শীর্ষ বৈচিত্র্যময় ব্যবসায়িক প্রতিষ্ঠানও।

ডব্লিউটিসিএ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব বাণিজ্য বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বে এর সদস্য রয়েছে।

“ওয়ার্ল্ড ট্রেড সেন্টার” এবং “ডব্লিউটিসি” ট্রেডমার্কের মালিক হিসাবে ডব্লিউটিসিএ- এর সদস্যদের স্বাধীনভাবে মালিকানাধীন এবং আইকনিক বৈশিষ্ট্য, সুবিধা এবং বাণিজ্য পরিষেবার অফারগুলোর সাথে ব্যবহার করার জন্য এ ব্র্যান্ডগুলো একচেটিয়া অধিকার নিবন্ধন করে৷

বোরাক রিয়েল এস্টেট প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও জীবন ধারার উন্নয়নে ভূমিকা রাখছে।

দুই দশকেরও বেশি সময় ধরে বোরাক রিয়েল এস্টেট রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো ছাড়াও আইকনিক আর বিলাসবহুল আবাসিক, বাণিজ্যিক, রিটেইল, পাঁচতারা হোটেল এবং ভবন সরবরাহ করে আসছে।

ঢাকার প্রাণকেন্দ্রে বহু-স্তরের বেসমেন্টসহ প্রথম বুদ্ধিবৃত্তিক বাণিজ্যিক কমপ্লেক্স, অত্যাধুনিক, ২০ তলা ইউনিক ট্রেড সেন্টারের (ইউটিসি ভবন) বিপ্লবী ধারণার প্রবর্তন এবং এগেয়ে নেয়ার কৃতিত্ব অর্জন করে বোরাক রিয়েল এস্টেট।

কোম্পানিটি সফলভাবে বাংলাদেশে দ্য ওয়েস্টিন ঢাকা নামে প্রথম, নিজস্ব মালিকানাধীন ২৩ তলা রিয়েল ফাইভ স্টার হোটেল নির্মাণ করেছে।

দুর্দান্ত ডিজাইনের শীর্ষে রয়েছে বোরাক রিয়েল এস্টেট। যা গ্রাহক পরিষেবা এবং শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ মানসহ সুপার স্ট্রাকচারাল শক্তি নিশ্চিত করে৷

রাজধানীর সবচেয়ে ভালো সেকেন্ড-টু-নন বিল্ডিং সরবরাহের প্রমাণিত ট্র্যাক রেকর্ডের সাথে প্রতিষ্ঠানটি নিজেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট লাক্সারি ডেভেলপার হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠিত করেছে বোরাক রিয়েল এস্টেট।