দেশে ডলারের দাম বাড়ায় আমদানি নির্ভর নিত্যপণ্যের দাম কমছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার সকালে রংপুরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেড়েছে। ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপণ্যের দামও বেড়েছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবীতে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বেড়েছে। আমরা সবাই বৈশ্বিক পরিস্থিতির শিকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়াই এখন আমাদের কাম্য।
টিপু মুনশি বলেন, নিত্যপণ্যের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। মানুষের কষ্ট কিভাবে লাঘব করা যায়, সেটি নিয়ে এখন সরকার কাজ করছে।
বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে কথাটি সঠিক নয় উল্লেখ করে টিপু মুনশি বলেন, রাজনীতির কারণে হয়তো কোন কোন রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে।