প্রচ্ছদ ›› বাণিজ্য

ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান

মেহেদী হাসান
২৭ এপ্রিল ২০২২ ১৬:০১:১৩ | আপডেট: ৩ years আগে
ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান
সংগৃহীত

বৈদেশিক মুদ্রার বাজারের চাপ সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে আরও দুর্বল হলো টাকার মান। একদিনের ব্যবধানে ২৫ পয়সা দর হারিয়েছে বাংলাদেশের মুদ্রা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার এক ডলারের বিপরীতে গুণতে হয়েছে ৮৬ টাকা ৪৫ পয়সা।

এর আগে গতকাল মঙ্গলবার আন্তব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য ৮৬ টাকা ২০ পয়সা খরচ করতে হয়েছিল।

ক্রমবর্ধমান চাহিদার কারণে চলতি অর্থবছরের প্রায় নয় মাসে ব্যাংকগুলোর কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে স্থানীয় মার্কেট ও মানি এক্সচেঞ্জারগুলোতে প্রতি মার্কিন ডলার ৯০ টাকারও বেশি লেনদেন হচ্ছে।

অর্থনীতির গবেষকরা বলছেন, ক্রমবর্ধমান আমদানির জন্য ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে টাকা।