প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২২ ১৫:৪৪:২৬ | আপডেট: ২ years আগে
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে ডিএসইতে কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৫৫৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।