প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসই’র মোট লেনদেনের ২০.৪৪ শতাংশ আইটি খাতের

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৩ ১৮:২১:১৮ | আপডেট: ২ years আগে
ডিএসই’র মোট লেনদেনের ২০.৪৪ শতাংশ আইটি খাতের

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ৭১১ কোট ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এ পরিমাাণ লেনদেনের লেনদেনের ২০.৪৪ শতাংশই করেছে আইটি খাতের ১০টি কোম্পানি।

এ তলিকার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাতে। আজ এ খাতে ডিএসই’র ১৩.১৬ শতংশ লেনদেন সম্পন্ন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ আইটি খাতের ১১ টি কোম্পানির মধ্যে ১০ টি কোম্পানির লেনদেন হয়েছে। একটি কোম্পানির লেনদেন বন্ধ ছিল। অপরদিকে এ খাতের ৮ টি কোম্পানি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

দর বাড়ার শীর্ষ তালিকা বা টপ টেন গেইনার তালিকায় ছিল আইটি খাতের দুই কো্ম্পানি। কোম্পানিগুলো হলো বিডিকম অনলাইন লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। জেনেক্সের দাম গতকালের তুলনায় ৮.৬৮ শতাংশ বেড়েছে

রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির ৬৩ কোটি ৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং , সি পার্ল বিচ, ইস্টার্ন হাউজিং, জেএমআই হসপিটাল, নাভানা ফার্মা ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।

আজ ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে এ লেনদেন ২০৩ কোটি ৭২ লাখ টাকা বেশি।হস্পতিবার ডিএসইতে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।