দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ পরিমাণ লেনদেনের ২২.৭৬ শতাংশই ছিল সাধারণ বীমা খাতের দখলে। এ তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল আইটি খাত। আজ আইটি খাত ডিএসই’ মোট লেনদেনের ১৯.৬৪ শতাংশ সম্পন্ন করে।
জীবন বীমা খাত রোববার ডিএসই’র মোট লেনদেনের ৮.৫৮ শতাংশ সম্পন্ন করে।
আজ ডিএসইতে সাধারণ বীমা খাতের ২২.৭৬ লেনদেনের পাশাপাশি এ খাতের ৩৫ টি বা ৮৩.৩৩ শতাংশ কোম্পনির শেয়ার দর বেড়েছে। পাশপাশি আইটি খাতের ১১ টি বা ১০০ শতাংশ কোম্পানির শেয়াার দর কমেছে।
আজ ডিএসই’র প্রধান সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।