দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ পরিমাণ লেনেদেনের ২৫.৮০ শতাংশই ছিল আইটি খাতের ১১ কোম্পানি দখলে।
এ তলিকার দ্বিতীয় অবস্থানে ছিল বীমা খাত। আজ এ খাতে ডিএসই’র ১১.৮২ শতংশ লেনদেন সম্পন্ন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আইটি খাতের ১১টি কোম্পানি রয়েছে। আজ এ খাতের ৯ টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। শতাংশের হিসেবে আজ এ খাতের ৮১.৮২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ ডিএসই’র লেনদেনের শীর্ষ তালিকায় ছিল আইটি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা আইটি খাতরে অন্য কোম্পানিগুলো হলো আইটি কনসালটেন্ট লিমিটেড, বিডিকম অনলাইন।
পাশাপাশি আজ দর বাড়ার শীর্ষ তালিকায় ছিল আইটি খাতের আইটি কনসালটেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর গতকালের তুলনায় ১০ শতাংশ বেড়ে সবশেষ ৩৮ টাকা ৫০ দরে লেনদেনে হয়।
এছাড়া দর বাড়ার শীর্ষ তালিকায় থাকা আইটি খাতের অন্য কোম্পানিগুলো হলো ইনটেক অনলাইন এবং জেনেক্স ইনফোসিস। এ দুই কোম্পানির শেয়ার দর গতকালের তুলনায় বেড়েঢছে যথাক্রমে ৭.৬৩ এবং ৫.৫৬ শতাংশ।
আরও পড়ুন- সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন