প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে অধিকাংশ ব্যাংকের ইতিবাচক প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৮:৪৫ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে অধিকাংশ ব্যাংকের ইতিবাচক প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে বেশিরভাগ ব্যাংকের তুলনামূলক ইতিবাচক প্রবণতা দেখা গেছে, সেই সাথে ঘুরে দাঁড়িয়েছে টেক্সটাইল সেক্টরও।

তবে, বিমাসহ অন্য খাতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

দিনের লেনদেন শেষে, প্রধান সূচক ডিএসইএক্স ৬.৭৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িযেছে ৭ হাজার ২৩ পয়েন্টে।

শরিয়াহ-ভিত্তিক ডিএসইএস সূচক ০.২৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৪২ বা ০.১৬ শতাংশ কমে দাঁড়ায় ২ হাজার ৫৯২ পয়েন্টে।

ডিএসইতে এদিন লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ কোটি টাকায়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭২টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।