দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার আবারো কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এতে মূল পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও ব্রোকারেজ হাউজগুলোকে ভুগতে হয়েছে। দিন শেষে তারা ডিএসইর কাছ থেকে লেনদেনের প্রতিবেদন পায়নি।
তথ্যানুসারে, রোববার ডিএসইর ফ্লেক্সটিপির ৪টি সাইলোতে সমস্যা দেখা দেয়। এতে করে এ সাইলোগুলোর অধীনে থাকা ৬৪ টি ব্রোকারেজ হাউজগুলো দিন শেষে ডিএসইর কাছ থেকে ত্রুটিপূর্ণ লেনদেন প্রতিবেদন পায়। এতে দেখা যায় প্রতিষ্ঠানগুলো সারা দিনে যে পরিমাণ লেনদেন করেছে আর ডিএসইর পক্ষ থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে তার তথ্যে গড়মিল রয়েছে।
সমস্যা ধরা পড়ার পর ডিএসই’র কারিগরি দলের পক্ষ থেকে এটি ঠিক করার উদ্যোগ নেয়া হয়। এজন্য বিদেশি ভেন্ডর ফ্লেক্সট্রেডের সঙ্গে মিলে কাজ করা শুরু করে।
ভেন্ডর প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ মিনিটের মধ্যে সমস্যা সমাধানের কথা জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ দিনের লেনদেন প্রতিবেদন বুঝে পায়নি বলে জানিয়েছে। সোমবার সকালের মধ্যে এ সমস্যা সমাধান না হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লেনদেনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন তারা