প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে আরও কমলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২১ ১৪:৫৯:১১ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে আরও কমলো লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচকের কিছুটা উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মাত্র ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস মাত্র ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০১ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি টাকা কম। গত দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৯ লাখ টাকা।

এ দিন, লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।