প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২১ ১০:৩৮:১৩ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু

কয়েকদিন ধরেই টানা অস্থিতিশীল অবস্থায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। প্রায় দুসপ্তাহ ধরে বেশিরভাগ দিনই লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে। তবে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন।

এরই ধারবাহিকতায় বুধবার সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৪৭ পয়েন্টে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৬৬৮ পয়েন্টে।