প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২২ ১২:০৩:৪১ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে কমেছে লেনদেন
সংগৃহীত

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতন হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দশমিক ৯৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৩০০ কোটি ৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪১ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার টাকার বা ৯৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ৬ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ী সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ২ হাজার ৩২৭ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস সূচকটি ১০.৪৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৫১টির। আর ২১টির দাম ছিল অপরিবর্তিত।