প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে টেক্সটাইল ও বিমা খাতের চকম

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২২ ১২:০৬:৫৮ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে টেক্সটাইল ও বিমা খাতের চকম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবার টেক্সটাইল ও বিমা খাতের ওপর ভর করে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে লেনদেন।

এদিন, প্রকৌশল আর ওষুধ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়লেও ব্যাংক, তেল ও বিদ্যুৎ আর পেপার খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।

লেনদেনের ২ ঘণ্টার মাথায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪২ কোটি টাকার শেয়ার।

এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭১০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৬ এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে পৌঁছায় ২ হাজার ৪৪৮ পয়েন্টে।