প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে দরপতন, ৫ খাতের একটি কোম্পানিরও দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ১৫:২০:৫১ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে দরপতন, ৫ খাতের একটি কোম্পানিরও দাম বাড়েনি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবার অধিকাংশ খাতের দর বৃদ্ধিতে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে পতনে। এদিন প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্ট। কমেছে বেশিরভাগ খাতের কোম্পানির দরও।

আজ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, বিমা, ওষুধ, খাদ্যসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর কমেছে। এছাড়া ৫টি খাতের একটি কোম্পানির দরও বাড়েনি।

সেগুলো হলো- পেপার, টেলিকম, ভ্রমণ, সিরামিকস, ট্যানারি খাত।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ এবং ডিএস৩০ সূচক কেমে ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২৯৫ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।