প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৩ ১৫:১০:২৪ | আপডেট: ২ years আগে
ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৪ এপ্রিল ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই- সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল বুধবার ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।