সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
লেনদেন শুরুর প্রথম ১ ঘণ্টার মাথায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৬১ পয়েন্টে।
তবে কমেছে শরীয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক। এটি ০.৭১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫৬৬ পয়েন্টে।
অপর সূচক ডিএস৩০ কিছুটা বেড়েছে। এটি ১.৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২১ এ দাঁড়িয়েছে।
এদিন কার্যক্রম শুরুর এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।
লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ২২ লাখ টাকার।