প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২০.৪১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৩ ১৮:৫১:১৮ | আপডেট: ১০ মাস আগে
ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২০.৪১ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৮ মে- ১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২০.৪১ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৯ শত কোটি টাকার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮১টির। আর ২০৩টির দাম ছিল অপরিবর্তিত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৩৫ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৭৩২ টাকার বা ২০.৪১ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৭৯ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১৯৪ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৮ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বসুন্ধরা পেপার মিলস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ইস্টার্ণ হাউজিং ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

১৪ খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ২টি খাতে। বাকী ৪টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ৫.৬ শতাংশ দর বেড়েছে। এরপরে জীবন বীমা খাতে ৫.২ শতাংশ এবং আইটি খাতে ৩ দশমিক ৬ শতাংশ করে দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ২.৬ শতাংশ, খাদ্য খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ২.৬ শতাংশ, খাদ্য খাতে ১.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, বস্ত্র ও সাধারণ বীমা খাতে দশমিক ৪ শতাংশ, সিরামিক ও আর্থিক খাতে দশমিক ০.৩ শতাংশ, পাট, বিবিধ ও জ্বালানি খাতে দশমিক ০.২ শতাংশ দর বেড়েছে।