মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিনের বিরতির পর লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার লেনদেনে ভালো করছে আইটি এবং বিমা খাত।
অবশ্য, এদিন তিনটি সূচকেরই পতন হয়েছে।
ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর পৌনে তিন ঘণ্টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৯১০ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৫৩৬ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।