সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ২৫৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন-ইন্স্যুরেন্সসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১৫ দশামক ১৪ পয়েন্টে। অন্ সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ দশমিক ৯৭ পয়েন্টে।
আজকে লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ার দর।