ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। গত দু’দিনের মন্দা কাটিয়ে এদিন অধিকাংশ খাতের কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। গতকালের চেয়ে লেনদেনের পরিমাণও বেশি।
মঙ্গলবার আইটি, টেক্সটাইল, প্রকৌশল, খাদ্য এবং তেল ও বিদ্যুৎ ছাড়াও সেবা ও আবাসন, সিমেন্ট আর জুট খাতে দর বেড়েছে প্রায় শতভাগ কোম্পানির।
এদিন লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ৩২২ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় ৬ হাজার ৭৭১ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান পৌঁছায় ১ হাজার ৪৬০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, দর কমেছে ৭৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।