প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে বেশিরভাগ খাতের দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২২ ১১:১৪:৫৪ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে বেশিরভাগ খাতের দরবৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে তিনিটি সূচকেরই উত্থানে হয়েছে।

এদিন, লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় বিমা ৯৫ শতাংশ, ফার্মাসিউটিক্যালস ৭৭ শতাংশ, টেক্সটাইল ৫৪ শতাংশ, আইটি ৬৩ শতাংশ, প্রকৌশল ৬১ শতাংশসহ অধিকাংশ খাতের কোম্পনিগুলোর দর বেড়েছে।

এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৬৭ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৭৩ পয়েন্টে।