প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২১ ১৪:৪৭:৩৪ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার সবকটি সূচকের সামান্য উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ০.০০৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫৯ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩০৭ কোটি টাকা বেশি। গতদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।

এ দিন, লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।