প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৭৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২২ ১৬:৪২:৫৫ | আপডেট: ১ year আগে
ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৭৪ শতাংশ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৭৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসই'তে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই'তে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫১ দশমিক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৩০ পয়েন্টে নেমেছে।

অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৭৩টির। আর অপরিবর্তিত ছিল ১৫২টির দাম।