প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৩:৫৫ | আপডেট: ২ years আগে
ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ
সংগৃহীত

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে। সেই সাথে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২.৭৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৭২৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২.৭৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে।

গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির। আর ১৩৪টির দাম ছিল অপরিবর্তিত।